‌‘মাদক ব্যবসায় বাধা দেওয়ার’ রড দিয়ে পিটিয়ে হত্যা

‌‘মাদক ব্যবসায় বাধা দেওয়ার’ রড দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ মিয়া (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত শুভ মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শিমরাইল উত্তরপাড়া এলাকায় কয়েকজন বখাটে তাঁকে পেটায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শুভ সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে বাসিন্দা আবদুর রবের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল রাতে কাঁচপুর গ্যারেজ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুভ। পথে শিমরাইল উত্তরপাড়া এলাকায় কয়েকজন বখাটে শুভকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় শুভর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

শুভর পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী জনি, আনিসসহ তাঁদের সহযোগীরা পরিকল্পিতভাবে শুভকে পিটিয়ে হত্যা করেছে।

 হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, পূর্বশত্রুতার জের ধরে শুভকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় কেউ মামলা করেনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর