যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা ৪ লাখ মানুষের!

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা ৪ লাখ মানুষের!

অনলাইন ডেস্ক

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামণ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘২০১৯-এনসিওভি’ নামকরণ করে। করোনো এখন প্রায় ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ১৫২৬ জনের প্রাণ।

এদিকে, যুক্তরাজ্যের বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও এই ভাইরাসে আরও কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে। আর এমনটি হলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা চিকিৎসা দিতে হিমশিম খাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন বলেন, আমরা যেটা জানি না সেটা হলো সবাই যদি আক্রান্ত হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাবে।

কী অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কী? আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে ১ শতাংশ মারা যাবেন। আর ১ শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর