চীনে করোনার ওষুধ নিয়ে সংঘর্ষ

চীনে করোনার ওষুধ নিয়ে সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই দেশটিতে ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতিতে চীনে প্রতিষেধক নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে এমনটি জানানো হয়।

খবরে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুর বায়োয়িংয়ে একটি সুপার মার্কেটে করোনা ভাইরাসে ওষুধ নেওয়ার সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওষুধ কম থাকার কারণে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। এসময় ঝু নামের নয় বছরের এক কন্যা শিশু ছুরিকাঘাতে আহত হয়েছেন। এই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে আটক করেছে পুলিশ।

এদিকে আহত ঝু'কে হাসপাতালে ভর্তি করা হয়েছ। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

উল্লেখ্য, চীনে করোনা ভাইরাসে মৃত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬২ জনে। আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর