দিনাজপুরে শহীদ মিনার নির্মাণে বাধা‌ ও মার‌পিটের প্র‌তিবাদে মানববন্ধন

দিনাজপুরে শহীদ মিনার নির্মাণে বাধা‌ ও মার‌পিটের প্র‌তিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক

‌দিনাজপুরের চি‌রিরবন্দর উপজেলা নওখৈর বালক সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের সভাপ‌তি রেজাউল ইসলাম নয়ন কর্তৃক অ‌ফিস দপ্তরি মু‌ক্তিযোদ্ধার সন্তান আবু সৈয়দ শারী‌রিক লাঞ্ছিত হওয়ার প্র‌তিবাদে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।  

আজ রোববার দুপুরে চি‌রিরবন্দর উপজেলা প‌রিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার সকল প্রাথ‌মিক স্কুলের দপ্তরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ।  

এ সময় মানববন্ধন কারীরা মু‌ক্তি‌যোদ্ধার সন্তান আবু সৈয়দকে মারধরকারী ঐ সভাপ‌তির দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। পরে উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা এম‌জিএম সারোয়ার হোসেনের কাছে এক‌টি স্মারকলিপি প্রদান করেন তারা।

গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার নওখৈর বালক সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন উপল‌ক্ষে শহীদ মিনরে নির্ম‌াণের জন্য ভি‌ত্তিপ্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির সভাপ‌তি ‌রেজাউল ইসলাম নয়ন সেই কাজে বাধা দেয়।  

এ সময় স্কুলের দপ্তরীর সাথে সভাপ‌তির কথা কাটাকাটি হয়। কথাকাটাকা‌টির এক পর্যায়ে সভাপ‌তিসহ তার সাথে থাকা লোকজন দপ্তরিকে মারধর করে জখম করে। পরে দপ্তরি আবু সৈয়দ সভাপ‌তি রেজাউল ইসলাম নয়ন বিরু‌দ্ধে সং‌শ্লিষ্ট থানায় এক‌টি অ‌ভি‌যোগ দায়ের করেন।


 
‌চি‌রিরবন্দর উপ‌জেলা নও‌খৈর গ্রামের মু‌ক্তি‌যোদ্ধা সোলেমান আলীর ছেলে আবু সৈয়দকে মারধর করার ঘটনায় এলাকায় বেশ উ‌ত্তে‌জনা বিরাজ করছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল