ঠাকুরগাঁওয়ে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্নার’ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্নার’ উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় এই প্রথম রাজাগাঁও ইউনিয়নে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।  

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, রাজাগাঁও ইউনিয়ন বাল্যবিবাহ ও মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। এবার ইউনিয়ন পর্যায়ে এই প্রথম রাজাগাঁও ইউনিয়নে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্নার’ নির্মাণ করা হলো।

এজন্য এই ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলামকে তিনি ধন্যবাদ জানান।  

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল