করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাইওয়ানে এক জনের মৃত্যু

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাইওয়ানে এক জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

এবার করোনা ভাইরাসের সংক্রমণে চীনের প্রতিবেশী তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সের পর এই প্রথম তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।  

স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

এদিকে বিবিসি জানিয়েছে, আজ রোববার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৫ জনে। আর আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি মানুষ। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে পাঁচ শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

ওই এলাকা থেকে নিজের নাগরিকদের ফিরিয়ে আনা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। আজ ভারত তাদের প্রায় ৪০০ নাগরিককে ফিরিয়ে নিয়েছে।  

ওই ব্যক্তিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। এ ছাড়া উহান থেকে ১৭৫ নাগরিককে ফিরিয়েছে নেপাল। এই নাগরিকদের অধিকাংশই ছাত্র।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল