ওয়াকিল হত্যা: তিনজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ওয়াকিল হত্যা: তিনজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে একটি হত্যা মামলায় অভিযুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড
দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর দায়রা জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক আনোয়ারুল হক এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- বিরামপুরের খয়েরবাড়ি গ্রামের মোসলেম উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশিদ এবং যাজ্জীবন সাজা হয়েছে সোহেল রানার।

বাদী পক্ষের আইনজীবী এপিপি আজিজুর রহমান জানান, ২০১১ সালের ২৫ জুন বিরামপুর উপজেলার তালতলি গ্রামের একটি
বিবাদমান পুকুরে মাছ ধরা নিয়ে অভিযুক্ত আসামিরা ওয়াকিল উদ্দিন নামে একজন শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
হত্যা করে।

এই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদি হয়ে বিরামপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক একজনকে বেকসুর খালাস দিয়ে চারজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর