খুলনায় বিলে উম্মুক্ত হাঁস পালন বন্ধের দাবি

খুলনায় বিলে উম্মুক্ত হাঁস পালন বন্ধের দাবি

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

খুলনার তেরখাদায় বিলে উম্মুক্তভাবে হাঁস পালন বন্ধের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ধান চাষিরা। তারা বলেন, হাঁসের অবাধ বিচরণের কারণে ধানের চারা নষ্ট হচ্ছে। পাশাপাশি হাঁসের বর্জ্যে পানি বিষাক্ত হয়ে চর্মরোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, উম্মুক্তভাবে হাঁস পালনের কারণে বিলে ধান চাষ বন্ধ হয়ে গেছে।

এখানে শতকরা ৮৫ ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। কিন্তু উম্মুক্ত হাঁস পালনের কারণে ধান চাষ ব্যাহত হচ্ছে।

জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কৃষিকাজের স্বার্থে বিল থেকে
হাঁস উচ্ছেদের সিদ্ধান্ত হয়। কিন্তু ব্যবসায়ীরা ওই সিদ্ধান্তের বিরোধীতা করে উম্মুক্ত হাঁস পালন অব্যাহত রেখেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর