খুলনায় স্কুলছাত্র খুন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু

খুলনায় স্কুলছাত্র খুন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

খুলনায় মাদক ব্যবসা, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়া কিশোর অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এরই মধ্যে মহানগরীর চাঁনমারী এলাকা থেকে মেহেদী হাসান আসিফ (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে সোমবার চাঁনমারী এলাকায় স্কুলছাত্র আল ফায়েত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আসামি আসিফ চাঁনমারী বাজার কোয়ার্টার গলির জাকির হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকেলে আসিফ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খুলনার রূপসায় শিপইয়ার্ড স্কুলের সামনে আড্ডাকে কেন্দ্র করে ফায়েতের সাথে প্রতিপক্ষ আসিফ ও তার গ্রুপের অন্য সদস্যদের কয়েকদফা কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিশোধ নিতে রোববার সন্ধ্যায় আসামিরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে ফায়েত এবং তার বন্ধুদের ওপর হামলা করে।


এসময় মাথায় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ফায়েত নিহত হয়।

তার সাথে থাকা বন্ধু শুভকে দুপায়ে ছুরিকাঘাত করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। আসামিদের অধিকাংশের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। মামলার বাদী নিহতের বাবা শওকত আলম।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, সিনিয়র-জুনিয়র নিয়ে বিবাদে তুচ্ছ ঘটনায় ১৫/১৬ বছরের কিশোররা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। কিশোর অপরাধীদের দমনে অভিযান শুরু হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর