করোনায় গেল আরো ১৩৬ প্রাণ, আক্রান্তরা ২.৩ শতাংশ পুরুষ

করোনায় গেল আরো ১৩৬ প্রাণ, আক্রান্তরা ২.৩ শতাংশ পুরুষ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে চীনে আরো ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে দাঁড়াল দুই হাজার পাঁচজনে। আজ বুধবার পর্যন্ত নতুনভাবে এক হাজার সাতশ ৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার একশ ৮৫ জনে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ খবর প্রচার করে।

জানানো হয়,, হুবেই প্রদেশে মৃত্যুর হার বেশি। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে সেখানকার উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। সেখান থেকেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।

২৫ টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে; তার মধ্যে ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নিহত এবং আক্রান্তের সংখ্যা বিবেচনা করে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের প্রত্যাশা, শিগগিরই করোনা ভাইরাস আগ্রাসন থামাবে।

কারণ, এরই মধ্যে কোভিড-১৯ নামক এই ভাইরাসের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে।

জানা গেছে, হাসপাতালের বাইরে ক্যাম্প করে যেসব স্থানে করোনাভাইরাসে আক্রান্তদের চিহ্নিতের কাজ চলছে, সেসব স্থানে মোট ৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। যা গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে কম সংখ্যক।

চীন সরকার এরই মধ্যে করোনা ভাইরাসের ব্যাপারে পর্যবেক্ষণের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে দুই দশমিক তিন শতাংশ পুরুষ মারা যাচ্ছে এবং নারীদের মধ্যে মৃত্যুর এই হার এক দশমিক সাত শতাংশ। তবে পাঁচ শতাংশের বেশি গুরুতর অবস্থায় কখনোই পড়েনি। অন্যরা নিউমোনিয়া, সর্দি, জ্বর ও কাশিতে ভুগেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর