মাগুরায় আধিপত্য নিয়ে গোলাগুলি, দুই ‌‘ডাকাত’ নিহত

মাগুরায় আধিপত্য নিয়ে গোলাগুলি, দুই ‌‘ডাকাত’ নিহত

অনলাইন ডেস্ক

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। লাভলু মণ্ডল (৩৮) ও দাউদ মোল্লা (৩৫) নামে নিহতরা ডাকাত সর্দার বলে দাবি পুলিশের।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বরুনাতৌল গ্রামের একটি মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন 
সদর থানা-পুলিশের ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, গোলাগুলিতে নিহতরা আন্তজেলা ডাকাত দলের সর্দার।

লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায় ও দাউদের বাড়ি একই জেলার বোয়ালমারি উপজেলায়।

তিনি জানাচ্ছেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে বরুনাতৌল গ্রামের একটি মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তাদেরকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর