ফুটবলারের বিশেষাঙ্গে কামড়, ১০টি সেলাই

ফুটবলারের বিশেষাঙ্গে কামড়, ১০টি সেলাই

অনলাইন ডেস্ক

ফুটবলের মাঠে প্রতিপক্ষের খেলোয়ারকে কামড়ে ব্যপক আলোচিত-সমালোচিত হন লুইস সুয়ারেজ। এবার মেজাজ হারানোর কারণে কুৎসিত ঘটনাও ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবলে। প্রতিপক্ষের বিশেষাঙ্গে কামড় দেওয়ায় পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের ফুটবলার।

জানা গেছে, ফ্রান্সের স্থানীয় লিগের খেলার পর ঝামেলার জেরে দু'দলের খেলোয়াড়দের সহিংস আচরণের ফলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এক ফুটবলারকে।

সেই ফুটবলারের পরিচয় যদিও প্রকাশ করা হয়নি। ওই ঘটনাে শিকার ফুটবলারকেও নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য।

২০১৯ সালের ১৭ নভেম্বর স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল টারভিল এবং সটরিচ। ওই ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্র’তে।

কিন্তু ম্যাচের পর দু'দলের দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি লেগে যায়। তা থামাতে গিয়ে আক্রান্ত হন তৃতীয় আরেক খেলোয়াড়।

জানা গেছে, ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং অঞ্চলে টারভিল ও সটরিচের দুই খেলোয়াড় কথা কাটাকাটি শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে টারভিলের এক খেলোয়াড় এগিয়ে গিয়ে তাদের থামানোর জন্য।

কিন্তু সটরিচের খেলোয়াড় মেজাজ হারিয়ে টারভিলের দ্বিতীয় খেলোয়াড়ের গোপনাঙ্গে কামড় দেন। এ ঘটনায় টারভিলের খেলোয়াড়কে আক্রান্ত স্থানে ১০টি সেলাই দিতে হয়।

ওই ঘটনার জেরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সটরিচের খেলোয়াড়কে।

এছাড়া টারভিলের কামড় খাওয়া ফুটবলারকেও দেওয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তি দেওয়া হয়েছে স্বাগতিক দল টারভিলকেও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর