এ প্রশ্ন বারবার করে বিব্রত করবেন না: কাদের

এ প্রশ্ন বারবার করে বিব্রত করবেন না: কাদের

অনলাইন ডেস্ক

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল আদালতের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে বিশেষ সভার শুরুতে এ 
কথা বলেন তিনি।

সাংবাদিকরা খালেদা জিয়ার প্যারোল নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে, দেশের কাজ দলের কাজ। একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেব সেই সময় আমার হাতে নেই’।

তার প্রশ্ন করে বিব্রত করবেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আবেদন করেছেন, আদালতই বিষয়টি ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা যেটা হবার সেটাই হবে।

আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবে, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই একই প্রশ্ন বারবার করে বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব আমি দেব না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর