মৌমাছির দখলে মার্কেট!

মৌমাছির দখলে মার্কেট!

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানের একটি মার্কেট তিন মাস ধরে দখল করে রেখেছে মৌমাছির দল। সেখানে প্রায় শতাধিক মৌচাক তৈরি করেছে মৌমাছির দল। এতে করে আতঙ্কে ওই ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।

এদিকে মৌমাছির চাক একনজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়ারহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি মার্কেট নির্মাণ করেন একই এলাকার সিরাজুল ইসলাম। পরে সে মার্কেটের দোকানগুলো ব্যবসায়ী আজিজ বেপারী, কালাম খান, রব চৌধুরী ও খালেক বেপারীসহ প্রায় ১০জনের কাছে ভাড়া দেন। এ দোকানের চতুর পাশ দিয়ে প্রায় শতাধিত মৌমাছির চাক বসেছে। মৌ-
মাছির হুলের আতঙ্কে ব্যবসায়ীদের মাঝে অনেকে দোকান তালাবদ্ধ করে রেখেছেন।

ব্যবসায়ী আজিজ বেপারী বলেন, আমার দোকানে মৌমাছির চাক বসায় দোকান বন্ধ রেখেছি কারণ মৌমাছির আক্রমণের ভয়ে দোকান কবে খুলতে পারব জানি না।

এদিকে মৌ-মাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছরই এই মার্কেটে মৌমাছির চাক বসে। আর এতে করে ওই মার্কেটের দোকানীদের চরম ক্ষতি হয়।

এ ব্যাপারে মধু সংগ্রহকারী আকরাম বলেন, শীতের কারণে ওই দোকানে মৌমাছি বাসা বেঁধেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর