'আমি দিল্লি চালাই না, দিল্লি চালান শিক্ষক-ডাক্তার-ইঞ্জিনিয়ার-অটোচালকরা‌‌'

'আমি দিল্লি চালাই না, দিল্লি চালান শিক্ষক-ডাক্তার-ইঞ্জিনিয়ার-অটোচালকরা‌‌'

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির ক্ষমতায় টানা তৃতীয়বারের মতো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিদ্যুৎ, পানি, শিক্ষার মতো যে নাগরিক পরিষেবাগুলো অরবিন্দ কেজরিওয়ালের তুরুপের তাস ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।  

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দিল্লির সরকারি স্কুলগুলোর চেহারা আমূল বদলে ফেলেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দিল্লির সব সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা।

এর পরেই বড় ঘোষণা করলেন তিনি।

এসময় মুখ্যমন্ত্রী বলেন, এবার দিল্লির প্রতিটি স্কুলে বসবে সিসি ক্যামেরা। আগামীকাল ক্যাবিনেট বৈঠকে প্রস্তাব পাশ হতে চলেছে সব সরকারি স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব। সঙ্গে ওয়েব এনাবেলড এর সুবিধা।

পাসওয়ার্ড দেয়া থাকবে অভিভাবকদের। তারা মোবাইলেই দেখে নিতে পারবেন সেই ক্লাসে কেমন পড়াশোনা হচ্ছে।  

বাচ্ছারা কেমন পড়াশোনা করছে তা বাড়ি বসেই জেনে যাবেন অভিভাবাকরা। একই সঙ্গে তিনি বলেন, আমি দিল্লি চালাই না। দিল্লি চালান শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অটোচালকরা।

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও এবারও কোনো দফতরের দায়িত্ব নিজের হাতে নেননি দিল্লির মুখ্যমন্ত্রী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল