‌‘সুখবর নিয়ে’ শনিবার ঢাকায় আসছেন মালয়েশিয়ান মন্ত্রী

‌‘সুখবর নিয়ে’ শনিবার ঢাকায় আসছেন মালয়েশিয়ান মন্ত্রী

শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে

আবার চূড়ান্ত হলো মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের বাংলাদেশ সফর। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি ঢাকা যাচ্ছেন। যদিও গত তিনদিন আগে গুঞ্জন ছিল তার এ সফর স্থগিত করা হয়েছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের এক বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নিজেই এ তথ্য জানান একটি গণমাধ্যমকে। ওয়ার্কিং গ্রুপের বৈঠক থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশের জন্য সুখবর প্রত্যাশা করা হচ্ছে বলেও জানান তিনি।

ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আজই (বুধবার) ঢাকায় আসার কথা ছিল।

কিন্তু সফরটি কয়েকদিন পেছানো হয়েছে।

তিনি আসছেন ২২ ফেব্রুয়ারি (শনিবার)।

ঢাকায় মালয়েশিয়ার দূতাবাসও কুলাসেগারানের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের একটি সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের ঢাকা আসার কথা রয়েছে। তিনি ২৪ তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান করেন।

সূত্র জানায়, শ্রমবাজার বিষয়ে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। তার এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর