'মাদারীপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে'

'মাদারীপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে'

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় বাহাউদ্দিন নাছিম আরও জানান, ‘আওয়ামী লীগ দেশ চালালে দক্ষিণাঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন হয়। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে আগামীতে পদ্মাপাড়ের জেলা মাদারীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে একটি ইপিজেড নির্মাণ করার জন্যে রাজৈর উপজেলায় একটি জায়গাও দেখা হয়েছে। আশা রাখি অল্প সময়ের মধ্যে কাজ বাস্তবায়ন করা হবে। ’

সাংবাদিকদের সাথে তিনি দলীয় বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন কর্মকাণ্ড করছে, তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।

তারা কখনোই দলীয় লোক হতে পারে না। আওয়ামী লীগে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। এ সময় তিনি মাদারীপুর ২ আসনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।  

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ। এ সময় মাদারীপুর জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল