চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার  এ এইচ এম আবদুর রকিব।  

পরে জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এবং সহ-সভাপতি মোঃ রহুল আমিন এর নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

  

জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন, জেলা বিএমএ ও স্বাচিপ, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল