একুশ উদযাপিত লুটেরাদের বিরোধী প্রতিবাদ জানিয়ে

একুশ উদযাপিত লুটেরাদের বিরোধী প্রতিবাদ জানিয়ে

অনলাইন ডেস্ক

একুশের প্রথম প্রহরে টরন্টোয় লুটেরা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাপমাত্রা তখন হিমাংকের ১৬ ডিগ্রী নীচে। বেশিক্ষণ বাইরে দাড়ানো যাচ্ছিল না। তবু নারী পুরুষ, শিশু নির্বিশেষে অনেক মানুষ সমবেত হয়েছিল ডেনফোর্থের ঘরোয়া সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আগে প্ল্যাকার্ড-পোস্টার হাতে নিয়ে অর্থপাচারকারী, লুটেরাদের বিরুদ্ধে ঘৃণা-প্রতিবাদ জানান তারা।

রেড হট তন্দুরির সামনে প্ল্যাকার্ড-পোষ্টার হাতে লুটেরাদের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তারা। এ সময় লুটেরা বিরোধী স্লোগানও দেন সবাই।    অন্টারিও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যুক্ত রয়েছে লুটেরা বিরোধী এই আন্দোলনে।

তারপর তারা চলে যান অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে।

কানাডায় থাকা বাংলাদেশি প্রবাসিরা আগেই আহ্বান জানিয়েছিলেন টরন্টোয় এবার একুশ উদযাপিত হউক, লুটেরাদের বিরোধী প্রতিবাদ জানিয়ে। শহীদ মিনারে আসা অধিকাংশ মানুষেরই চোখেমুখে ছিল লুটেরাদের বিরোধী প্রতিবাদ। কিছু মানুষ উচ্চকণ্ঠে এই প্রতিবাদ জানান।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল