‌‘ব্রিজের অর্থ উঠে গেছে, টোলমুক্ত হয়নি বুড়িগঙ্গা সেতু’

‌‘ব্রিজের অর্থ উঠে গেছে, টোলমুক্ত হয়নি বুড়িগঙ্গা সেতু’

অনলাইন ডেস্ক

বুড়িগঙ্গা প্রথম সেতু টোল মুক্ত করার দাবি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, এই ব্রিজটি বিগত ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে। ২০ বছরেরও বেশি সময় হলো এই ব্রিজের অর্থ উঠে গেছে। কিন্তু এখনও টোলমুক্ত হয়নি ব্রিজটি। আমি ব্রিজটিকে টোলমুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছি।

কিন্তু এখনও সেই টোল রয়েই গেছে।

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়েতে বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে এ দাবি জানান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বুড়িগঙ্গায় আরও দুটি সেতু নির্মাণ করা হয়েছে। সেগুলোতে টোল নেই।

অথচ এই ব্রিজটিতে এখনও টোল বিড়ম্বনা রয়েই গেছে। এই অনুষ্ঠানে যেসব অতিথি এসেছেন তারাও ২০ থেকে ৩০ মিনিট এই টোল বিড়ম্বনায় ভুগেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর