অলআউট বাংলাদেশ, ১১২ রানের লিড শ্রীলঙ্কার

সংগৃহীত ছবি

অলআউট বাংলাদেশ, ১১২ রানের লিড শ্রীলঙ্কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে শুক্রবার ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে অলআউট হতে হলো ১১০ রানে। এতে ২২২ রান করা শ্রীলঙ্কা ১১২ রানের লিড নিয়ে শুরু করবে দ্বিতীয় ইনিংস।

প্রথম দিন চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় দিন নেমেছিল ঘুরে দাঁড়ানোর টার্গেট নিয়ে। কিন্তু তা হয়নি।

শুরুতেই ২৫ রান করে বিদায় নেন লিটন দাস। সুরাঙ্গা লাকমল বোল্ড করে ফেরান তাকে।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলীয় স্কোর একশ ছাড়ান মাহমুদউল্লাহ। ৩৪ রান যোগ করেই এ জুটি ভেঙে যায় আকিলার স্পিনে। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় টাইগাররা।

মাহমুদউল্লাহকে বোল্ড করে অভিষেক টেস্টে প্রথম উইকেট পান আকিলা। সাব্বির রহমান ৩ বল খেলে রানের খাতা না খুলে ওই ওভারেই দিনেশ চান্ডিমালকে ক্যাচ দেন। পরের ওভারে আউট আব্দুর রাজ্জাকও। তাইজুল পরের ওভারে হন রানআউট। পরের বলেই মোস্তাফিজুর রহমান শূন্য রানে এলবিডাব্লিউ’র শিকার হন। তাকে ফাঁদে ফেলেন দিলরুয়ান পেরেরা।  

২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মহা বিপর্যয়ে মাত্র ১১০ রানে অলআউট হতে হলো তাদের।

সম্পর্কিত খবর