ইরানে করোনার থাবা, ১৮ জনের মৃত্যু

ইরানে করোনার থাবা, ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মুসলিম দেশ ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। ইরানি সূত্রের বরাত দিয়ে আল আরবিয়া এই তথ্য জানিয়েছে।

ইরানই মধ্যপ্রাচ্যের প্রথম কোনো দেশ যেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির খবর পাওয়া যায়।

এর আগে রোববার সকালে ইরান সরকার আরো দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়াল আটে।

কিন্তু আল আরবিয়ার সূত্র প্রাণহানির সংখ্যাটি নিয়ে ভিন্ন খবর দিচ্ছে। তারা ইরানি সূত্রের বরাত দিয়ে জানায়, ১৮ জনের প্রাণহানির খবর। ইরান ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটও ১৮ জনের প্রাণহানির খবর জানায়।

 

মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দিন আগেই সতর্ক করেছে, গরিব দেশগুলোতে একবার যদি করোনা ভাইরাস ঢুকে পড়ে, তা হলে তা মহামারির মতো ছড়াবে। তখন করোনাকে নিয়ন্ত্রণে আনা গরিব দেশগুলোর পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে।

করোনা ভাইরাসের প্রভাবে ইরানে সবরকম চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। এমনকি ধর্মীয় স্থাপনাগুলোতেও লোকসমাগম সীমিত করা হয়েছে। এছাড়া দেশটির দুটি শহরের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) জানিয়েছেন, নতুন করে ১৫ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর আগে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় সারা ইরানে এতে আক্রান্তের সংখ্যা ৪৩ জনে দাঁড়াল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর