করোনায় ইরানের সঙ্গে চার দেশের সীমান্ত বন্ধ

করোনায় ইরানের সঙ্গে চার দেশের সীমান্ত বন্ধ

অনলাইন ডেস্ক

এবার ইরানে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। চীনের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এরই মধ্যে কমপক্ষে ৩১টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত ইরানে ৮ জন মারা গেছে বলে খবর প্রকাশ করেছে সৌদি আরবেরর বেসরকারি টেলিভিশন আল আরাবিয়া।

যা চীনের বাইরে সর্বোচ্চ। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৩ জন।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এবং আর্মেনিয়া। দক্ষিণ কোরিয়া ও ইতালিতে আশঙ্কাজনকহারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

স্থগিত করা হয়েছে ভেনিস কার্নিভাল।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় জনমানব শূন্য হয়ে পড়েছে ইরানের অনেক শহর। ইরান থেকে যাওয়া আক্রান্ত ব্যক্তি কানাডা ও লেবাননে শনাক্ত হয়েছে। দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশীরা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল