ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণা, ক্লিনিক সিলগালা

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণা, ক্লিনিক সিলগালা

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

চিকিৎসক, নার্স বা ল্যাব টেকনেশিয়ান ছাড়াই ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে খুলনায় রংধনু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ক্লিনিক মালিক কল্যাণ সরকারকে (৫৩) ৭ দিনের কারাদণ্ড ও ব্যবস্থাপক অরূপ কুমার সরকারকে (৪৩) ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. মিজানুর রহমান ও মেজবাহ উদ্দীন ওই ক্লিনিকে অভিযান চালিয়ে এই সাজা দেন। ক্লিনিকটি নগরীর শামছুর রহমান রোডে অবস্থিত।

জানা যায়, প্রতিষ্ঠানটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের কমিশন বাণিজ্যের মাধ্যমে ক্যান্সার রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। অভিযানকালে ওই প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স বা ল্যাব টেকনেশিয়ান পাওয়া যায়নি।

এছাড়া এক্স-রে রুমের ভেতরে সাইকেল, চিকিৎসকের স্বাক্ষর জাল করে পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট প্রদানের প্রমাণ মিলেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)