নাঈমের তৃতীয় শিকার চাপে জিম্বাবুয়ে

নাঈমের তৃতীয় শিকার চাপে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না জিম্বাবুয়ে। অধিকন্তু একের পর এক উইকেট হারিয়ে চাপে মুষড়ে পড়ছে তারা। সবশেষ প্যাভিলিয়নের পথ ধরলেন অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলর। নিজের তৃতীয় শিকার বানিয়ে তাকে ফেরালেন নাঈম হাসান।

শেষ খবর পর্যন্ত ৪ উইকেটে ৭৮ রান করেছে জিম্বাবুয়ে। এখনও ২১৭ রানে পিছিয়ে তারা। ক্রেগ অরভিন ও সিকান্দার রাজা ব্যাট করছেন।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের।

ভূমিকাতেই ফেরেন কেভিন কাসুজা। মোহাম্মদ মিঠুনের তালুবন্দি করে তাকে ফেরান তাইজুল ইসলাম।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৫৬০ রান তোলে বাংলাদেশ। ফলশ্রুতিতে ২৯৫ রানে পিছিয়ে থেকে সোমবার শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন জিম্বাবুইয়ানরা।

তবে শুরুটা শুভ হয়নি তাদের। সূচনালগ্নেই হোঁচট খান তারা। দলীয় ৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। খানিক ব্যবধানে দ্রুত ফেরেন প্রিন্স মাসভাউরে ও ডোনাল্ড তিরিপানো। দুজনকেই সাজঘরে ফেরান নাঈম হাসান।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৬৫/১০ (অরভিন ১০৭,মাসভাউরে ৬৪; আবু জায়েদ ৪, নাঈম ৪)

বাংলাদেশ : ৫৬০/৬ ডিক্লে. (মুশফিক ২০২,মুমিনুল ১৩২,শান্ত ৭১, লিটন ৫৩; এনদিলোভু ২)

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল