লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিদা এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পাজেরো গাড়ি ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। অপর আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তবে দুর্ঘটনায় নিহত ও আহতদেও নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর গামী দ্রুতগামী একটি পাজেরোর সঙ্গে (ঢাকা মেট্রো-ঘ ১৩১০৬৭) চন্দ্রগঞ্জ মুখী গামী একটি সিএনজি অটোরিক্সার মুখেমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাজেরোর সামনের অংশ ভেঙ্গে যায়।

ঘটনাস্থলেই সিএনজি যাত্রী এক শিশু, এক নারী, সিএনজি চালক ও আরেকজন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন যাত্রী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. সেলিম চারজন নিহত ও তিনজন আহতের বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে এখনো নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর