করোনা আতঙ্কে ওমরাহ পালন ও মসজিদে নববী প্রবেশ বন্ধ

করোনা আতঙ্কে ওমরাহ পালন ও মসজিদে নববী প্রবেশ বন্ধ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস ঢুকে পড়েছে বিশ্বের প্রায় ৪০ টি দেশে। এশিয়া-ইউরোপোর পর আমিরিকায় হানা দিয়েছে চীনে সৃষ্ট এ প্রাণঘাতী ভাইরাস। এদিকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর