করোনায় ইরানের সাবেক কূটনীতিকের মৃত্যু

করোনায় ইরানের সাবেক কূটনীতিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভ্যাটিকানে ইরানের সাবেক রাষ্ট্রদূত ও দেশটির বিশিষ্ট ধর্মীয় নেতা হাদি খোসরাশাহি মারা গেছেন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের পর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮১ বছর বয়সী এই কূটনীতিক। বুধবার তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যম তাসনিমের বরাতে বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

পবিত্র শহর কোয়ামের একজন বিখ্যাত আলেম হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ে তিনি আয়াতুল্লাহ খামেনির একজন প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে এই ভাইরাসে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ও একজন এমপি আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে এই রোগে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এখন এই ভাইরাসটি মহাদেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

তবে রোগটি ছড়িয়ে পড়ার ব্যাপারে কোনো রাগঢাক করা হচ্ছে না বলে সোমবার দাবি করেন উপমন্ত্রী ইরাজ হারিচি। সাংবাদিকদের সঙ্গে কথার বলার সময় তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করেন।

নতুন এ পর্যায়ে ভাইরাসটি এখন চীনের বাইরের দেশগুলোতে হু হু করে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চীনের চেয়ে দেশটির বাইরে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

চীনের ভেতর ভাইরাসটিকে বেঁধে রাখা সম্ভব না হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ এখন চিকিৎসা উপকরণের মজুদ বাড়াচ্ছে। বিশ্লেষকরা বিশ্বজুড়ে নতুন অর্থনৈতিক মন্দারও আশঙ্কা করছেন।

গত কয়েকদিন ধরে ইরান ও ইতালিতে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকারও আছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল