৬ মুসলিমের প্রাণ বাঁচানো প্রেমকান্ত মৃত্যুর সঙ্গে লড়ছে
দিল্লি সহিংসতা

৬ মুসলিমের প্রাণ বাঁচানো প্রেমকান্ত মৃত্যুর সঙ্গে লড়ছে

অনলাইন ডেস্ক

দিল্লিতে সহিংসতার সময় জীবনের ঝুঁকি নিয়ে ৬ মুসলিমের প্রাণ বাঁচিয়েছিলেন প্রেমকান্ত বাঘেল। এখন তিনি নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন। সহিংসতা থেকে মুসলমানদের বাঁচাতে শিখরা খুলে দিয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা। আর মুসলমান প্রতিবেশির ঘরে যখন সহিংসতার আগুন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছয় জনের প্রাণ বাঁচিয়েছেন প্রেমকান্ত।

 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুসলমান পরিবারটির বাড়িতে যখন আগুন দেখতে পান প্রেমকান্ত তখনই তাদের বাঁচাতে ঝাঁপ দেন তিনি। প্রেমকান্ত বলেন, দিল্লির শিব বিহারে হিন্দু-মুসলিম সম্প্রীতি সবসময়ই ছিলো। এই দাঙ্গা একেবারে নতুন এক দিক দেখিয়েছে।  

দুর্বৃত্তরা মুসলমানদের বাড়িতে প্রেট্রল বোমা ছোড়ে ও অগ্নিসংযোগ করে।

আগুন থেকে ছয় জনের জীবন বাঁচালেও প্রেমকান্ত এখণ নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন। আগুনে আটকে পড়া বন্ধুর বৃদ্ধা মাকে উদ্ধার করতে গিয়ে নিজের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।  

হাসপাতালে নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেননি। অ্যাম্বুলেন্সের সহায়তা চেয়েও পাননি মুসলমান বন্ধু। সারারাত সেই অবস্থাতেই কেটেছে। সকালে নেওয়া হয়েছে জিটিবি হাসপাতালে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল