কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

কলকাতা বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুল। শুক্রবার কোলকাতায় তারা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং পুতুল কলকাতায় যান।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে বাস করতেন।

 

তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ হতে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর রুম ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল