দিল্লির পর এবার মেঘালয়, নিহত বেড়ে ৩, কারফিউ জারি

দিল্লির পর এবার মেঘালয়, নিহত বেড়ে ৩, কারফিউ জারি

অনলাইন ডেস্ক

ভারতে সিএএ সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষের এবার উত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়। রাজ্যেটিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সিএএ ও ইনার লাইন পারমিট (আইএলপি) নিয়ে আলোচনার সময় মেঘালয়ে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে কারফিউ জারি করেছে পুলিশ। এছাড়া, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।

এদিকে, দিল্লির সহিংসতার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা।

তারা দিল্লিতে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। কনস্যুলেটের সামনে জড়ো হয়ে, 'শেইম!(লজ্জা!) বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা।  

কর্মকর্তারা কনস্যুলেট বিল্ডিং থেকে প্রস্থান করার পর বিক্ষুদ্ধ জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)