গৃহবধূর চুল কেটে নির্যাতন, স্বামী-শ্বশুর-শাশুড়ি-ননদ আটক

গৃহবধূর চুল কেটে নির্যাতন, স্বামী-শ্বশুর-শাশুড়ি-ননদ আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের পশ্চিম দপ্তরীপাড়ায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল ন্যাড়া করে দিয়েছেন স্বামী জনী ইসলাম সুমন ও তার পরিবার। এ ঘটনায় স্বামী জনী, শাশুড়ি  জরিনা বেগম, ননদ সুমি বেগম ও শ্বশুর হাফিজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

ওই নারী লিখিত অভিযোগে জানান, গত তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিভিন্ন সময় তার উপর ২ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করে তার স্বামী।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নির্যাতনের এক পর্যায়ে স্বামী, শাশুড়ি সহ পরিবারের লোকজন তার মাথা ন্যাড়া করে দেয়। পরে ভিকটিম বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গৃহবধূ বর্তমানে বাবার বাড়ি নীলফামারীতে আশ্রয় নিয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, শনিবার গভীর রাতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তার স্বামীসহ পরিবারের চারজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে জেল-হাজতে পাঠানো হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর