‘বিশ্বের প্রতিটি জাতির ওপরই করোনা হানা দিতে পারে’

‘বিশ্বের প্রতিটি জাতির ওপরই করোনা হানা দিতে পারে’

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রতিটি জাতির ওপরই করোনা ভাইরাস হানা দিতে পারে বলে সতর্কবাণি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই এই ভাইরাস থামছে না। আরও বহুদিন এটি বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার এ কথা জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানান, পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনা ভাইরাস। এটি আরও বড় আকার ধারণ করছে এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেন, ‘এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে। আমরা আসলে খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছি।

যে অবস্থায় এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে। ’

এদিকে, ইউরোপে করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা ৪০ জন থেকে বেড়ে ৮০০ জনে পৌঁছেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯৪ জন। মারা গেছেন ৩৪ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর