সৌদি আরবেও করোনা ভাইরাস শনাক্ত

সৌদি আরবেও করোনা ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক

সৌদি আরবে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

টুইটার বার্তায় বলা হয়, ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন।

তবে তিনি সৌদি নাগরিক।

সৌদি কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে যে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে।

তার মধ্যে করোনা ভাইরাস পাওয়ার পর তাকে কোয়ারেন্টাইন করা সহ যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

করোনা ভাইরাসে চীনের পর ইরানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি।

আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক। উপসাগরীয় দেশগুলোর কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া রোগীরাও সম্প্রতি ইরান সফর করেন বলে জানানো হয়।

করোনা ভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল