মুকুলে ছেয়ে গেছে লিচুর জেলা দিনাজপুর

মুকুলে ছেয়ে গেছে লিচুর জেলা দিনাজপুর

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি

লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। আবহাওয়া অনুকূলে থাকায় বাগানগুলোতে গেল কয়েক বছরের চেয়ে লিচুর মুকুল এসেছে লক্ষ করার মতো। এরই মধ্যে বাগানিরা লিচু বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন তারা।

তবে কৃষকদের অভিযোগ কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহযোগীতা
পাচ্ছেন না তারা।

প্রতি বছর এ জেলায় লিচুর বাগান বৃদ্ধি পেলেও কৃষি অফিসের তথ্য মতে ছোট বড় সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এবং বাগান আছে প্রায় সাড়ে তিন হাজার। প্রতিবছর এই জেলায় লিচু উৎপাদন হয় ২৫ হাজার মেট্রিক টনের বেশি।

গাছে পানি সেচ, কিটনাশক স্প্রে, সার দেওয়াসহ সব ধরনের পরিচর্যা করেছে তারা।

কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, জনবলের অভাবে প্রতি কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দেওয়া সম্ভব হয় না। তবে কৃষকদের দলের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এবারের লিচু মুকুল যে পরিমাণে দেখা যাচ্ছে তাতে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন এই কর্মকর্তা।

বম্বাই, মাদ্রাজী, বেদানা, কাঠালী, চায়না থ্রীসহ বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে এখানে। এ জেলায় সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সদর ও বিরল উপজেলায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর