‌ইরানে করোনায় ‌‘মৃত ১২০০’

‌ইরানে করোনায় ‌‘মৃত ১২০০’

অনলাইন ডেস্ক

সরকারিভাবে ইরানে করোনায় নিহতের সংখ্যা ৭৭ জনের কথা বলা হলেও তা ঠিক নয় বলে দাবি করেছে দেশটির সরকার বিরোধী পক্ষ।

ইরানের সরকারবিরোধীদের দাবি, করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি বলে লজ্জাজনক দাবি করছেন আয়াতুল্লাহ আল খোমেনি। গতকাল মঙ্গলবারই দ্য পিপল'স মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান (পিএমওআই) জানিয়েছে, ইরানে অন্তত এক হাজার দুশ জনের প্রাণহানি ঘটেছে করোনা ভাইরাসের আক্রমণে।

জানা গেছে, প্রতিবেদন প্রকাশ করা সাইটটটি বিদেশ থেকে চালানো হয়।

পিএমওআই আরো দাবি করেছে, কওম এলাকায় তিনশ জন, তেহরানে ২১৫, রাস্ট-এ ৭০, লাইজানে ১২, আসতানেহ ৬, মাশহাদ এলাকায় ৬০, ইসফাহানে ৪৩, ২৩ জন কাশানে, ডাস্টগের্ড এলাকায় ১০ জন, জর্জান এলাকায় ৫৪, ৪৫ জন আরাকে, আরো ৪৫ জন কিরমানশায়, সিরাজে ৩৮, ৩৯ জন কারাজে, খুররামাবাদে ২৩, কাজভিনে ২০, জাহেদানে ১০, ইরানশহর-এ ১৬, বুশেহর-এ ১২ এবং মাজানদারে প্রদেশে শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া আরদাবিল, জাঞ্জান, খুররামদারেহ, বানেহ, আজাদশহর, গনবাদ, আরমিয়া, সালেহশহর, আহভাজসহ আরো বিভিন্ন শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। যার সঠিক কোনো পরিসংখ্যান জানা যায়নি।

ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, ইরানে গণহারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।

মিথ্যা তথ্য দেওয়ার কারণে ভাইরাসটি ব্যাপক থেকে ব্যাপকতরভাবে ছড়িয়ে পড়বে। ইরানের সীমা অতিক্রম করে এটি সারাবিশ্বে ছড়িয়ে যাবে। অথচ কোমেনি লজ্জজনকভাবে বলছেন, এটি ব্যাপকহারে ছড়ায়নি এবং এটি বড় ধরনের বিপর্যয় নয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর