করোনা ভাইরাসে ওয়াশিংটনে নিহত ৯

করোনা ভাইরাসে ওয়াশিংটনে নিহত ৯

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে।

ভাইরাসটিতে বিশ্বজুড়ে তিন হাজারের বেশি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই চীনা নাগরিক।

আর যুক্তরাষ্ট্রের কিং কাউন্টিতে আটজন ও তার প্রতিবেশী স্নোহোমিশ কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই বৃহত্তর সিয়াটল এলাকার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য ব্যবস্থায় এটাই সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা।

আক্রান্তদের কয়েকজন সিয়াটলের উপকণ্ঠের লাইফকেয়ার নামের একটি নার্সিং সেবা প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের বাসিন্দা।

অন্তত এক ডজন রাজ্যে ১০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তাদের অধিকাংশই জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে কোয়ারিন্টিন অবস্থায় ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, উচ্চ করোনা ভাইরাস আক্রান্ত এলাকাগুলো থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে তার প্রশাসন আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ঘরোয়া ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে চায় না তারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর