পিরোজপুর জেলা জজকে তাৎক্ষণিক বদলি কেন অবৈধ নয়: হাইকোর্ট

ফাইল ছবি

পিরোজপুর জেলা জজকে তাৎক্ষণিক বদলি কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

পিরোজপুর জেলা জজ আব্দুল মান্নানকে প্রত্যাহারের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (৪ মার্চ) এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী এম আব্দুল কাইয়ুম। আদালত আগামী বুধবার পরবর্তী আদেশের জন্য রেখেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছিলেন জেলা জজ আব্দুল মান্নান।  

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়ালের সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে জজ আব্দুল মান্নানকে বদলি করা হয়। বিকেলে পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিয়ে নাহিদ নাসরিন আওয়ামী লীগ নেতা আউয়াল ও তার স্ত্রীকে জামিন দেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল