গোপন ক্ষমতা বাড়াতে আপেলের ভুমিকা

গোপন ক্ষমতা বাড়াতে আপেলের ভুমিকা

অনলাইন ডেস্ক

প্রতিদিন একটা করে আপেল খেলে নারীদের যৌন ক্ষমতা বাড়ে। এমনটিই দাবি করা হচ্ছে এক গবেষণায়। আপেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শরীর ভালো রাখতে সাহায্য করে।

আপেলে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, প্রোটিন, নিয়াসিন, ফাইবার ক্যালসিয়াম, ফোলেট, পটাশিয়াম, পলিফেনলস, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই ও কে, থিয়ামিন-সহ বিভিন্ন পুষ্টিগুণ।

কিন্তু এ বার গবেষকরা শোনালেন আপেলের অন্য গুণের কথা। সম্প্রতি ‘আপকাইভ অব গাইনোকলজি অ্যান্ড অবস্টোট্রিক্স’ নামের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আপেল নারীদের যৌন ক্ষমতা ও আকর্ষণ বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী।

প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৭৩১ জন নারীর উপর একটি গবেষণা চালান।

গবেষণাটি ছিল ‘ফিমেল সেক্সুয়াল ইনডেস্ক’ সম্বন্ধীয়।

আরও পড়ুন:মিলনে তৃপ্তি বাড়ায় যে কথা

গবেষণায় জানা গেছে, আপেলে রয়েছে প্লরিডজিন বা ফিটোএস্ট্রাজেন। যা ‘এসট্রাডিওল’-এর সমতুল্য। এই এসট্রাডিওল হলো নারীদের সেক্স হরমোন যা যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন: মিলনের ভালো সময় কোনটি?

গবেষকদের দাবি, নারীরা যদি দিনে অন্তত একটি আপেল খান, তবে তাঁরা যৌন সম্পর্ক আরও অনেক বেশি উপভোগ করতে পারেন।

আরও পড়ুন: শারীরিক মিলনের ৫ উপকার

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর