একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশ শহরের আগ্রার একটি পরিবারের ছয়জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। তারা দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে ভারতে মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

আগে চীন ফেরত কেরালার তিনজন ছাত্র এবং এরপর দিল্লি ও তেলেঙ্গানার একজন করে বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হন।

সূত্রের খবর, আগ্রার ওই পরিবারের দুই ভাই সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের থেকে সংক্রমণ ছড়ায় পরিবারের আরও চার সদস্যের মধ্যে। তাই এই ছয়জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ওই দুই ভাইকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এরা ছাড়া বাকি সদস্য যাদের মধ্যে এখনও সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি, তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, গত সোমবার দিল্লি এবং তেলেঙ্গানার যে দুই ব্যক্তির শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছিল, তারা দুজনই আপাতত চিকিৎসাধীন।

দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে ফিরেছিলেন। গত সপ্তাহে তিনি ছেলের বন্ধুদের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার ছেলে নয়ডার একটি স্কুলের ছাত্র। তার শরীরে করোনা ভাইরাসের খোঁজ পাওয়ার পরই সে দিন ওই পার্টিতে যোগ দেওয়া সকল ছাত্র এবং অভিভাবকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নয়ডার ওই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কে বন্ধ রাখা হয়েছে ওই এলাকার অন্য একটি স্কুলও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর