করোনার ভয়ে দর্শক ছাড়াই চলবে খেলা

করোনার ভয়ে দর্শক ছাড়াই চলবে খেলা

অনলাইন ডেস্ক

বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

এদিকে করোনা ভাইরাসের জেরে সব ধরনের খেলা দর্শক ছাড়াই চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইতালি।

জানা গেছে, অন্তত এক মাস কোনো দর্শক ছাড়াই সে দেশের সব ধরনের ক্রিড়া সংস্থাকে খেলা চালিয়ে যেতে বলা হয়েছে।

চলতি বছরের ১৪ মার্চ থেকে ইতালিতে ছয় দেশের মধ্যে রাগবি প্রতিযোগিতা শুরু হচ্ছে। রোমে ১৪ মার্চ ইতালি এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়ার তারিখ নির্ধারিত আছে।

এছাড়া ১৭ মার্চ ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের খেলা হওয়ার কথা রয়েছে জুভেন্টাস এবং অলিম্পিক লিয়োনাইস এর মধ্যে।

এদিকে গতকাল ৪ মার্চ থেকে ইতালির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সে দেশে তিন হাজার মানুস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একশ সাতজন মারা গেছেন।

আগে থেকেই ইতালির কয়েকটি জায়গায় খেলার মাঠে দর্শক প্রবেশে কড়াকড়ি ছিল। তবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত মাঠে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর