করোনা আতঙ্কে হোলি বর্জন করলেন মোদি-আমিত শাহ

করোনা আতঙ্কে হোলি বর্জন করলেন মোদি-আমিত শাহ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব হোলিতে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই উৎসব বর্জন করবেন।

আলাদা টুইট বার্তায় এ কথা জানান ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ তিন নেতা।

নরেন্দ্র মোদি জানান, তিনি হোলি খেলবেন না।

বলেন, বিশ্ব জুড়ে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তা রুখতে বিশেষজ্ঞরা বড় কোনো জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাই, এ বছর আমি কোনও হোলির মিলন উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরেক টু্‌ইট বার্তায় অমিত শাহ জানান, হোলি খুবই গুরুত্বপূর্ণ এক উৎসব আমাদের জন্য। কিন্তু করোনা ভাইরাসের দৌরাত্ম্যে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর কোনও হোলি উৎসবে অংশ নেব না।

আমি সকলের কাছে প্রার্থনা করছি জনসমাবেশ এড়িয়ে চলতে এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখতে।

এদিকে তারই ধারাবাহিকতায় নিজের টুইটারে একই কথা জানান বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

নাড্ডা টুইট করে জানান, গোটা বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে। সমস্ত দেশ এবং চিকিৎসা বিভাগ মিলে এর সংক্রমণ রুখতে যৌথভাবে চেষ্টা করছে। এ কথা মাথায় রেখে, আমি এবার হোলি খেলব ন‌া এবং হোলি মিলন আয়োজনও করব না। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২৯ জন। এখন পর্যন্ত দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ ও কেরালায় মিলেছে আক্রান্ত রোগী। এ বছর ১০ মার্চ হোলি উৎসব অনুষ্ঠিত হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর