দিল্লির সংঘর্ষের ঘটনায় ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ

অনলাইন ডেস্ক

ন্যায়বিচারের স্বার্থে সাম্প্রতি সংঘাত নিয়ে করা সব আবেদন গ্রহণ করতে দিল্লির উচ্চ আদালতকে নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার এই আদেন দেন দেশটির সুপ্রিম কোর্ট।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লীতে কয়েকদিনের দাঙ্গায় ক্ষমতাসীন দলের নেতাসহ অনেকের বিরুদ্ধে বিদ্বেষ ছাড়ানোর অভিযোগ ওঠে। এরই জের ধরে গেল সোমবার এ দাঙ্গায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ৪ সপ্তাহ সময় দেন দিল্লীর উচ্চ আদালত।

এমনকি এই অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার আবেদনে বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত।

এরআগে এই আদালত সিএএ বিরোধী বিক্ষোভকারীদের প্ররোচনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।  

প্রেসিডেন্ট  ট্রাম্পের ভারত সফরের মধ্যে রাজধানীতে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এই সহিংসতায় সরকারের নীরবতা নিয়ে গুঞ্জন উঠে।

সেইসঙ্গে নিস্ক্রিয় থাকার অভিযোগও উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর