তুরস্কের পার্লামেন্টে মারামারি

তুরস্কের পার্লামেন্টে মারামারি

অনলাইন ডেস্ক

সিরিয়া ইস্যুতে তুরস্কের পার্লামেন্টে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বিরোধীদলীয় এক আইনপ্রণেতা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কটু কথা বলায় এ ঘটনা ঘটে।

বিবিসি ও সিএনএন এর খবরে প্রকাশ, ওই হট্টগোলে কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধীপক্ষকে ঘুসি মারেন।

কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন। হৈচৈ ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতে পড়ে যান।

বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির এমপি এনজিন ওজকোক বলেন, সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছেন এরদোয়ান।

কাজেই প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে, তখন এরদোয়ানের নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবার বিষয়টি এড়িয়ে গেছেন। এরদোয়ানকে নিয়ে এ রকম মন্তব্য করার পরই উত্তপ্ত হয় তুরস্কের পার্লামেন্ট।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর