ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

অনলাইন ডেস্ক

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরাইলে হামলা প্রতিহত করেছে সিরিয়া। গত রাত সাড়ে বারোটার দিকে উত্তর ইসরাইল থেকে লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার দিকে এগিয়ে আসে ইসরাইলি সেনাদের জঙ্গিবিমান এবং তা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এ সময় সিরিয়ার রাডার সিস্টেমে ইসরাইলি বিমানগুলো ধরা পড়ে

সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্রও সিরিয়ার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।

চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার হোমস প্রদেশের প্রতিহত করা হয়েছে।

শিনহুয়ার সংবাদ অনুযায়ী- অধিকৃত গোলান মালভূমি এবং লেবাননের আকাশপথে থেকে ইসরাইলের যুদ্ধবিমান এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

ইসরাইল প্রায়ই এ ধরনের হামলা চালাচ্ছে কিন্তু হামলার পর তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় না।

অনেক বিশেষজ্ঞ মনে করেন, সিরিয়ার সরকার দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেসব সফল অভিযান চালাচ্ছে তাতে ভীত হয়ে ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর