বিচারক বদলি কাণ্ডে সরকার বিব্রত নয়: কাদের

বিচারক বদলি কাণ্ডে সরকার বিব্রত নয়: কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পিরোজপুরের জেলা দায়রা জজকে বদলির ঘটনা এবং বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার কর্মকাণ্ডে সরকার বিব্রত নয়। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।

বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানে যদি কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেটার সমাধান তারাই করবেন।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে, মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমরা আইনের শাসনে এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। এই বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করবো না।

বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণে কোনও বিচ্যুতি দেখলে দলীয়ভাবে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, বিএনপি ইস্যু খোঁজার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা সম্পূর্ণভাবে আইন ও বিচার বিভাগের বিষয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল