‌‘নারীর ক্ষমতায়নে অনেক অগ্রসর হয়েছি, এখনো কিছু বাকি’

অনলাইন ডেস্ক

সমাজে নারী-পুরুষের সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান ও সহযোগিতা। আমরা নারীর ক্ষমতায়নে অনেকদূর অগ্রসর হয়েছি। তবে এখনো অনেক কাজ করার বাকি। আসুন আমরা একসাথে কাজ করি।

নারীকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। এতে নারীর প্রতি সহিংসতাও কমে আসবে। নারী দিবসেই শুধু নয়, বছরের প্রত্যেকটি দিন নারীর সমতা নিশ্চিতে কাজ করতে হবে।  

আজ শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স কক্ষে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'নারীর লড়াই, নিরাপত্তা ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বৈঠকে সঞ্চালনা করেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।  

বৈঠকে উপস্থিত আছেন সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মেজর (অব) নাসির উদ্দিন আহমদ, পূর্ব পশ্চিম বিডি ডট নিউজের সম্পাদক খুজিস্তা-নূর-ই-নাহরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা, গল্পকার ও সাংবাদিক শাহনাজ মুন্নী, চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফা রহমান রুমা, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সমিতির (ওয়েব) প্রতিষ্ঠাতা সভাপতি নাসরীন আওয়াল মিন্টু, বিএনপি নেত্রী শামা ওবায়েদ, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর