টি-২০ তেও নেই সাকিব

ফাইল ছবি

টি-২০ তেও নেই সাকিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আঙুলের চোটের কারণে টি-২০ সিরিজে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।  

রোববার দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে একটি অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক্তার বলেছেন কমপক্ষে আরও দুই সপ্তাহ সময় লাগবে। তার মানে এই সিরিজ খেলা হচ্ছে না।

দুই সপ্তাহের ভেতরে সুস্থ হয়ে, আবার রিহ্যাব করে পুরো অনুশীলন করে শ্রীলঙ্কাতে আমাদের যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে হবে, সেটাতে খেলতে পারব।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে সাকিব অধিনায়ক হিসেবে ছিলেন।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন তার ফেরার কথা। ‌‘পরের ম্যাচটায় সাকিবকে পাওয়ার আশা ছাড়েননি তারা।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট নিয়ে ছিটকে যান সাকিব। খেলতে পারেননি টেস্ট সিরিজে। গোটা সিরিজেই তার অভাব প্রচণ্ডভাবে অনুভব করেছে দল। মাঠের বাইরে থাকার সময়টা ভীষণ পোড়াচ্ছে সাকিবকেও।
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর