‘বাংলাদেশে করোনার সংক্রমণ হতে পারে, ১১১ জনকে পরীক্ষা’

অনলাইন ডেস্ক

বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে। এমন কথা জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে ব্রিফিংয়কালে তিনি জানান, দেশে ১১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের কারো শরীরে করোনার উপস্থিতি নেই।

যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর