করোনা ঠেকাতে ইরান-ইরাকে জামাতে জুমার নামাজ বাতিল

করোনা ঠেকাতে ইরান-ইরাকে জামাতে জুমার নামাজ বাতিল

অনলাইন ডেস্ক

এবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জুমার নামাজের জামাত বাতিল করেছে ইরাক ও ইরানের কর্তৃপক্ষ। শুক্রবার দেশ দুটির অধিকাংশ মসজিদে জামাতে জুমার নামাজ পড়া হয়নি।

ইরানের কয়েকটি শহর এবং ইরাকের কারবালায় শুক্রবার জুমার নামাজের জামাত বাতিল করা হয়। ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র শহর কারবালায় শুক্রবারের নামাজ বাতিল করেছে শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ।

খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলছেন, বিরাজমান স্বাস্থ্য পরিস্থিতির কথা ভেবে এবং শহরের স্বাস্থ্য বিভাগের আহ্বান বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইরাক এই ভাইরাসে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ইরান ও ইরাকের বিভিন্ন শহরে কমিয়ে দেওয়া হচ্ছে অফিসের সময়, বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ সিনেমা এবং ক্যাফে-রেস্তোরাঁর মতো জনসমাগমের স্থানগুলো।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর